দ্য় ওয়াল ব্য়ুরো: মেয়েদেরও দোষ থাকে, মেয়েদের জন্যও এমন ঘটনা ঘটে, কসবায় ধর্ষণ কাণ্ডের প্রেক্ষিতে দ্য ওয়ালে এক্সক্লুসিভ সাক্ষাৎকার পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের।
দ্য ওয়াল ব্যুরো: কসবা গণধর্ষণকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজের (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র (Manojit Mishra) আইনজীবী (Lawyer) হিসেবে প্র্যাকটিস করছিলেন। তাঁকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে কলেজ থেকে। এবার মনোজিতের নাম বাতিল করা হল রাজ্যের আইনজীবী তালিকা থেকেও। ঘটনার ৮ দিনের মাথায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য বার কাউন্সিল (State Bar Council)।
দ্য ওয়াল ব্যুরো: কসবা আইন কলেজে (Kasba Law College) ছাত্রী ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া তিন অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতা (TMCP Leader)। কলকাতা পুলিশের (Kolkata Police) সিট ইতিমধ্যে তদন্ত করছে এবং তদন্তে সামিল হয়েছে গোয়েন্দা বিভাগও। এদিকে মূল অভিযুক্তকে নিয়ে পুলিশ চাঞ্চল্যকর দাবি করেছে। বলা হয়েছে, সে প্রভাবশালী, তার যেন জামিন না হয়।
দ্য ওয়াল ব্যুরো: বুধবার কসবার ল কলেজ (Kasba Law College) চত্বরে সভা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সভা থেকে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা করে এই কলেজকে বাংলার লজ্জা বলে কটাক্ষ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই শুভেন্দু নিশানা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। সাফ কথা, তাঁর জন্যই আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে।
দ্য ওয়াল ব্যুরো: কসবা আইন কলেজের (Kasba Law College) ধর্ষণকাণ্ডে সিবিআই তদন্তে (CBI) আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দ্বারস্থ হলেন নির্যাতিতার পরিবার। তাঁরা চান, কলকাতা পুলিশ (Kolkata Police) যেভাবে তদন্ত করছে সেভাবেই যেন তদন্ত চালিয়ে যাক।
বুধবার আদালতে এসে তাঁরা আইনজীবী নিযুক্ত করেছেন। পাশাপাশি, কসবা কাণ্ডে দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলায় তাঁরা যুক্ত হওয়ার আবেদনও জানিয়েছেন।
দ্য ওয়াল ব্যুরো: কসবার আইন কলেজে (Kasba Law College) ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এবার তদন্তে নামছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (Kolkata Police Detective Department)। বুধবার দুপুরে কসবা থানার থেকে মামলার কেস ডায়েরি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয় লালবাজারে (Lalbazar)। ইতিমধ্যেই এই ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে বলে পুলিশ। তাদের বিরুদ্ধে মূলত গণধর্ষণের অভিযোগ তো রয়েছেই, এবার আরও কয়েকটি ধারা যোগ করা হয়েছে।
দ্য ওয়াল ব্যুরো: কসবার ল কলেজে (Kasba Law College) গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত কলেজের অস্থায়ী কর্মী ও শাসকদলের ছাত্র সংগঠনের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র (Manojit Mishra)। ইতিমধ্যে তাকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে মনোজিতের বিরুদ্ধে।
দ্য ওয়াল ব্যুরো: কসবা ল কলেজে গণধর্ষণকাণ্ডে (Kasba Law College gangrape Case) মূল অভিযুক্ত এবং ওই কলেজেরই প্রাক্তনী মনোজিৎ মিশ্রর (Manojit Mishra) একের পর এক কীর্তি প্রকাশ্যে আসছে। কীভাবে দিনের পর দিন কলেজে রাজত্ব চালাতেন, ক্যাম্পাসের ভিতরেই ছাত্রীদের হেনস্থা করতেন, বেরিয়ে আসছে সেই চাঞ্চল্যকর অভিযোগগুলি। এবার ল কলেজের আরও এক ছাত্রী ধৃতের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনলেন। জানালেন সেই ভয়ংকর মুহূর্তে তাঁর সঙ্গে ঠিক কী কী হয়েছিল?
দ্য ওয়াল ব্যুরো: কসবা আইন কলেজে ছাত্রীকে ‘গণধর্ষণ’-এর (Kasba Law College) অভিযোগ সামনে আসার পর থেকে তদন্তে একের পর এক নতুন তথ্য উঠে আসছে। এবার তদন্তকারীদের নজর অভিযুক্তদের ফোনকলের দিকেও। বিশেষ করে মনোজিৎ মিশ্র (Manojit Mishra) ঠিক কাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন? গ্রেফতারের আগেই কি তিনি কাউকে কিছু জানিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ধৃত তিনজনের কল ডিটেলস রিপোর্ট (CDR) খতিয়ে দেখছে পুলিশ।