দ্য ওয়াল ব্যুরো: কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রীকে 'গণধর্ষণের' ঘটনার জেরে আপাতত বন্ধ রাখা হচ্ছে কলেজ। ২৯ তারিখ রোববার কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, "কলেজের সমস্ত বিএএলএলবি এবং এলএলএম (জেনারেল এবং অনার্স) ক্লাস স্থগিত করা হচ্ছে এবং গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলেজ প্রাঙ্গণ সকল শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে।"