দ্য ওয়াল ব্যুরো: সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীকে ধর্ষণের মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের মোবাইল ফোনে মিলেছে নির্যাতনের ভিডিও। প্রায় দেড় মিনিটের ওই ক্লিপে ছাত্রীর উপর নির্যাতনের দৃশ্য রয়েছে বলে খবর।
নির্যাতিতা এর আগেই পুলিশের কাছে অভিযোগপত্রে জানিয়েছিলেন, তাঁকে ধর্ষণের সময় ভিডিও করে রাখার হুমকি দেওয়া হয়েছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত তিন জনের মোবাইল বাজেয়াপ্ত করে। তার মধ্যেই একটিতে পাওয়া গিয়েছে এই ফুটেজ।