দ্য ওয়াল ব্যুরো: কসবা কলেজের ঘটনা (Kasba Law College) ফিরিয়ে এনেছে আরজি কর হাসপাতালের নৃশংস ঘটনার স্মৃতি। তাই সাধারণ মানুষ আবারও পথে নেমে প্রতিবাদ করতে শুরু করেছেন। শুধু আমজনতা নয়, তৃণমূল কংগ্রেস সরকার বিরোধী রাজনৈতিক দলগুলিও একে একে রাস্তায় নেমেছে। সোমবার ডোরিনা ক্রসিং-এ (Dorina Crossing) জমায়েত করেছিল বিজেপি (BJP)। সেখান থেকে তাঁরা বিধানসভা অভিযান করার কথা ছিল তাঁদের। মিছিল শুরুর আগেই পুলিশের সঙ্গে বচসায় জড়ান তাঁরা। প্রবল ধস্তাধস্তি হয় দুই পক্ষের। কয়েকজনকে আটকও করা হয়েছে।