দ্য ওয়াল ব্যুরো: বলিউডে যাঁর নাম মানেই নিখুঁত ভাবনা আর অভিনয়ের অনন্য ছাপ—তিনি আমির খান। ‘তারে জমিন পর’, ‘দঙ্গল’ কিংবা সদ্য মুক্তি পাওয়া ‘সিতারে জমিন পর’—প্রতিটি ছবির মধ্যেই মিশে আছে এক মানবিক স্পর্শ, এক সমাজ সচেতন বার্তা। এবার সেই আমিরের নজরে এসেছে এক চাঞ্চল্যকর বাস্তব কাহিনি—মেঘালয়ের হানিমুনে স্বামী হত্যার রহস্য।
#REL