দ্য ওয়াল ব্যুরো: ‘ঠগস অব হিন্দুস্থান’-এর ভয়ঙ্কর ব্যর্থতা আজও তাড়া করে আমির খানকে। দঙ্গল-এর পর এই ছবি নিয়ে প্রত্যাশা ছিল তুঙ্গে। তবে রিলিজের পর সিনেমা হল ফাঁকা। এত বড় বাজেট, অমিতাভ-আমির জুটিও বাঁচাতে পারেনি। এবার এক সাক্ষাৎকারে নিজেই জানালেন, কোথায় কোথায় ভুল হয়েছিল।
ছবির নায়িকা নির্বাচন ছিল সবচেয়ে বড় সমস্যা। আমির বলেন, ‘‘এই চরিত্রে কেউ রাজি হচ্ছিল না। দীপিকা, আলিয়া, শ্রদ্ধা—একজনও না। ছবিটা গোটা ইন্ডাস্ট্রির কাছে গিয়েছিল, কিন্তু কেউ করতে চায়নি।’’ কেন? আমিরের মতে, স্ক্রিপ্ট তখনই বেশ দুর্বল ছিল।
#REL