দ্য ওয়াল ব্যুরো: কংগ্রেসের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) এবং তাঁর প্রয়াত মাকে (Heeraben Modi) নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে দেশজুড়ে কংগ্রেসের (Congress) সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। কলকাতার (Kolkata) প্রদেশ কংগ্রেস দফতরেও চলে (Pradesh Congress Office) বিজেপির (BJP) তাণ্ডব। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়ে অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhuri) গেরুয়া শিবিরকেই সতর্ক থাকতে বলেছেন। তাঁর স্পষ্ট কথা, কোনও মস্তানি বরদাস্ত করা হবে না।