দ্য ওয়াল ব্যুরো: বিজেপি শাসিত রাজ্যগুলিতে (BJP ruled states) জোরকদমে বাংলাদেশি অনুপ্রবেশকারী (Bangladeshi infiltrator) ধরার অভিযান চলছে। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান শেষ হওয়ার পর এখনও পর্যন্ত প্রায় দু-হাজার অনুপ্রবেশকারীকে বাংলাদেশে পুশ ব্যাক (Push back) বা ঠেলে পাঠানো হয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে।