দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ জল্পনার অবসান। পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Pant) মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানোর অনুমোদন দিল কেন্দ্র। আজই তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নবান্ন (Nabanna) থেকে পাঠানো প্রস্তাবে কেন্দ্র সাড়া দেওয়ায় তিনি ছয় মাস আরও মুখ্যসচিব পদে বহাল থাকছেন। সূত্রের খবর, প্রশাসনিক স্থিতাবস্থা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের অগস্ট মাসে মুখ্যসচিব হন মনোজ পন্থ।