দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার কলকাতার একটি সিনেমা হলে 'দ্য বেঙ্গল ফাইলস' (The Bengal Files)-এর ট্রেলার লঞ্চের পরিকল্পনা করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আয়োজকদের পক্ষ থেকে তা বাতিল করা হলে পরে ঠিক হয় বাইপাসের একটি পাঁচতারা হোটেলে ছবির ট্রেলার লঞ্চ হবে শনিবার। সেই মতো সব ঠিক থাকলেও এদিন ট্রেলার চলাকালীনই হঠাৎ বেঁকে বসে হোটেল কর্তৃপক্ষ। বিবেকের দাবি, তিনি স্টেজে থাকাকালীন হোটেল কর্তৃপক্ষ এসে বলে, এখানে ট্রেলার লঞ্চ করা যাবে না। তাঁর অভিযোগ, এর পেছনেও রাজ্য সরকারের চাপ রয়েছে। যে কারণে এই চাপানউতোর শুরু হয়েছে।