দ্য ওয়াল ব্যুরো: স্কুল থেকে বাড়ি ফেরার সময় পথদুর্ঘটনায় (Road Accident) প্রাণ গেল দুই ভাইয়ের। গাড়ির চাকার তলায় চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় ১৩ বছরের আয়ান এবং ৯ বছরের আহসানের। গুরুতর আহত ৭ বছরের আরজান এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। গাড়ি চালাচ্ছিলেন পুলিশ বিভাগেরই এক প্রধান কনস্টেবল (Police Constable)। ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana Accident) পালওয়ালে।