দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া (ECI) দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকদের (CEO) কাছে জানতে চেয়েছিল, রাজ্যগুলি বিশেষ সার্ভিস রিভিউ (SIR) আয়োজনের জন্য কতটা প্রস্তুত। কমিশনের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল, শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে এ বিষয়ে রিপোর্ট পাঠাতে হবে। তবে কোনও কারণে নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দেওয়া সম্ভব না হলে রাতের মধ্যেই বা আগামীকাল সকালে সিইও দফতরকে তা জানাতে বলা হয়েছে।