দ্য ওয়াল ব্যুরো: পুলিশ কর্মীদের (Delhi Police) যাওয়া আসা লেগেই থাকে। কড়া নিরাপত্তায় মুড়ে থাকে গোটা চত্বর। আর সেখান থেকেই লক্ষ লক্ষ নগদ টাকা, সোনার গয়না চুরির অভিযোগ। এলিতেলি কোনও চোর ডাকাত নন তিনি, খোদ দিল্লি পুলিশেরই হেড কনস্টেবল (Head Constable) খুরশিদের (Khurshid) বিরুদ্ধে এহেন অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চোরাই জিনিসপত্র।