দ্য ওয়াল ব্যুরো: লক্ষ্য ক্যানসার নিয়ে সচেতনা বাড়ানো৷ আর এই উদ্দেশ্যেই বিশেষ বেগুনি রঙের জার্সি গায়ে মাঠে নামতে চলেছে গুজরাত টাইটানস। আগামী ২২ মে শুভমান গিলরা নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঘরের মাঠের ওই লড়াইয়ে গুজরাত বাহিনীর গায়ে থাকবে ল্যাভেন্ডার জার্সি।