দ্য ওয়াল ব্যুরো: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় আইপিএল ২০২৫-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। প্রথম ইনিংস পর্যন্ত খেলা হলেও প্রবল বৃষ্টির কারণে ম্যাচটি শেষপর্যন্ত বাতিল ঘোষণা করা হয়। ফলত এক পয়েন্ট করেই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। কলকাতার জন্য এটি ছিল প্লে-অফে ওঠার শেষ সুযোগ, যা হাতছাড়া হয়ে গেল।