প্রতীতি ঘোষ, বনগাঁ: এসআইআর এর প্রতিবাদে আগামী ৫ নভেম্বর থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশনে বসবেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। তাঁর আশঙ্কা SIR এ মতুয়া সমাজের ৯৫ শতাংশ ভোট কাটা যাবে।শনিবার SIR ইস্যুতে সাংবাদিক বৈঠক করলেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্যা, রাজ্যসভার সাংসদ মমতাবালা। তিনি দাবি করেন, “SIR চালু হলে রাজ্যের প্রায় দুই কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে, যার মধ্যে প্রায় ৯৫ শতাংশই মতুয়া সমাজের মানুষ।”
#REL