দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক সময়ে মানুষের মধ্যে একটি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে – বারবার কিছু নির্দিষ্ট সংখ্যার ক্রম চোখে পড়া। ঘড়ির কাঁটায় ১১:১১, গাড়ির নম্বর প্লেটে ৪৪৪, বা দোকানের বিলে একই সংখ্যা দেখা। এই পুনরাবৃত্ত সংখ্যাগুলিকেই অ্যাঞ্জেল সংখ্যা (Angel Number) বলা হয়।বিশ্বের অসংখ্য মানুষ বিশ্বাস করেন, এগুলি নিছক কাকতালীয় ঘটনা নয়, বরং আধ্যাত্মিক জগত থেকে আসা বিশেষ বার্তা। ‘অ্যাঞ্জেল’ শব্দের অর্থ ‘দেবদূত’। তবে এই বিশ্বাস অনুযায়ী, অ্যাঞ্জেলরা স্বর্গীয় সত্তা, যাদের কোনো লিঙ্গ নেই এবং তারা জ্যোতি বা আলোর মাধ্যমে তৈরি। তারা