দ্য ওয়াল ব্যুরো: আপনি কি কখনও লক্ষ্য করেছেন, হঠাৎ ঘড়িতে বারবার ১১:১১ দেখা যাচ্ছে? অথবা গাড়ির নম্বর প্লেটে ৪৪৪? অনেকেই একে নিছক কাকতালীয় ঘটনা ভেবে এড়িয়ে যান। কিন্তু সংখ্যাতত্ত্ব (Numerology) ও আধ্যাত্মিক জগতের বিশ্বাসীরা মনে করেন, এগুলি আসলে মহাজাগতিক এক বিশেষ সংকেত, যাকে বলা হয় অ্যাঞ্জেল সংখ্যা (Angel Numbers)। সাম্প্রতিক সময়ে এই রহস্যময় সংখ্যা নিয়ে মানুষের কৌতূহল বেড়েই চলেছে।
কী এই অ্যাঞ্জেল সংখ্যা?