দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের ময়দান ভর্তি ডার্বি৷ একদিকে লিভারপুল বনাম এভার্টন৷ অন্যদিকে নিউক্যাসল বনাম সান্ডারল্যান্ড৷ মার্সিসাইড হয়ে টাইন–ওয়্যার ডার্বি—টানটান উত্তেজনার কমতি নেই৷ সেই তালিকার উপরের দিকেই থাকবে আর্সেনাল—টটেনহ্যাম হটস্পারের দ্বৈরথ৷ নর্থ লন্ডনের দুই ক্লাব। গানার্সদের একচেটিয়া আধিপত্য সত্ত্বেও লড়াইয়ের তেজ এতটুকু ফিকে হয়নি! যত সময় গড়িয়েছে, ঐতিহাসিকতাকে স্বীকার করেই গ্ল্যামার বেড়েছে কয়েক গুণ।