দ্য ওয়াল ব্যুরো: বয়স মাত্র আঠারো। অথচ নামটা এখনই স্ট্যামফোর্ড ব্রিজের (Stamford Bridge) গ্যালারি থেকে শুরু করে প্রতিটি ফুটবল টক-শো—সর্বত্র ছড়িয়েছে। এস্তেভাও উইলিয়ান (Estevao Willian), যাঁকে ব্রাজিলে ডাকা হত ‘মেসিনহো’ (Messinho) নামে, তিনি আপাতত দেশ ছেড়ে ইংল্যান্ডে জাঁকিয়ে বসেছেন। শনিবার রাতে লিভারপুলের (Liverpool) বিরুদ্ধে সংযুক্ত সময়ে গোল করে এই প্রতিভাবান ব্রাজিলীয় যেন নিজের আবির্ভাব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন!
সাম্বার ছোঁয়ায় কাঁপল স্ট্যামফোর্ড ব্রিজ