দ্য ওয়াল ব্যুরো: দু’গোলে পিছিয়ে ছিল দল। তাও দশজনে। স্ট্রাইকার নেই। আলেকজান্ডার ইসাক (Alexander Isak) গোঁ ধরে বসে… তিনি লিভারপুলেই (Liverpool) যাবেন। উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে (Anthony Gordon) ফলস নাইন বানিয়ে কোনওমতে জোড়াতালি দিয়ে টিম সাজিয়েছেন ম্যানেজার এডি হাউ (Eddie Howe)। সেই গর্ডনও কিনা লাল কার্ড দেখে মাঠের বাইরে!