দ্য ওয়াল ব্যুরো: জীবনের নানা ঘটনার পেছনে কি শুধু কাকতালীয় কারণ লুকিয়ে আছে, নাকি এর গভীরে রয়েছে এক অদৃশ্য হিসাব? সম্প্রতি সংখ্যাতত্ত্বে (Numerology) আলোচিত ‘কর্মফল ঋণ সংখ্যা’ (Karmic Debt Numbers) ঠিক এই প্রশ্নই সামনে এনেছে। বিশ্বাস করা হয়, পূর্বজন্মের কাজের প্রতিফলন হিসেবেই বর্তমান জীবনে কিছু নির্দিষ্ট অভিজ্ঞতা আসে - যা আমাদের শিক্ষা দেয়, আবার দায়বদ্ধতাও তৈরি করে।
কর্মফল ও কর্মের হিসাব