দ্য ওয়াল ব্যুরো: বর্তমান সময়েও ভারতের অসংখ্য মানুষের জীবনে সংখ্যাতত্ত্ব ও ভাগ্যের গণনা গভীর প্রভাব ফেলে। নতুন কাজ শুরু করা, বিয়ে ঠিক করা থেকে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ পর্যন্ত, অনেকেই সংখ্যা বিচার করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। একদিকে প্রথাগত বিশ্বাসীরা জন্মতারিখ ও শুভ সংখ্যার মাধ্যমে ভবিষ্যৎ জানার দাবি করেন, অন্যদিকে আধুনিক বিজ্ঞানমনস্করা এটিকে কেবল কুসংস্কার হিসেবে দেখেন (Science vs Belief)। এই চিরন্তন লড়াইয়ে প্রশ্ন উঠছে—সংখ্যা কি সত্যিই আমাদের জীবনের পথ দেখাতে পারে, নাকি এটি শুধুই দীর্ঘদিনের অন্ধ বিশ্বাস?
সংখ্যা ও প্রচলিত বিশ্বাস