দ্য ওয়াল ব্যুরো: এসআইআর ইস্যুতে (SIR) রাজ্য সরকার (State Govt) এবং নির্বাচন কমিশন (ECI) সংঘাত কার্যত তুঙ্গে পৌঁছেছে। কমিশন আপাতত যে নির্দেশ দিয়েছিল তা মানেনি নবান্ন। পাল্টা রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করে তাঁরা। বুধবার দিল্লি গেছিলেন মুখ্যসচিব। এরপর কমিশনের নির্দেশ মেনে কাজ হবে কিনা, সে নিয়ে চর্চা চলছে। এরই মাঝে বিজেপি নেতা দিলীপ ঘোষের (Dilip Ghosh) খোঁচা, তৃণমূল সরকারের মানসিকতাই হচ্ছে ঝগড়া করে সব আটকে দেওয়া।