দ্য ওয়াল ব্যুরো: মালদহে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিতে আগুন দিতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের এক নেতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সেই ঘটনায় বিজেপি সরব হয়ে বিশ্বকবির অসম্মানের প্রতিবাদে রাস্তায় নামে। শাসকদল তখন কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু কয়েক দিনের মধ্যেই খানিকটা পাল্টে গেল চিত্রটা। মাঠে নামল তৃণমূল।