দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি (Rosevalley) কেলেঙ্কারিতে আমানতকারীদের টাকা ফেরাতে হাইকোর্ট নিযুক্ত বিচারপতি (অবসরপ্রাপ্ত) দিলীপ শেঠের নেতৃত্বাধীন কমিটির (Seth Committee's work) কাজকর্ম নিয়ে এবার প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court )। মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে সেই কমিটির দেওয়া রিপোর্ট খতিয়ে দেখে কার্যত বিস্ময় প্রকাশ করে।