দ্য ওয়াল ব্যুরো: অর্ধনগ্ন মহামিছিল কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই ধর্মতলা (Dharmatala) থেকে গ্রেফতার (Arrest) করা হল চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডলকে (Chinmoy Mondal)। পুলিশ প্রিজন ভ্যানে তুলতেই চিৎকার করে চিন্ময় বলতে থাকেন, "যোগ্যদের ধরুন আর চোরেদের পুষে রাখুন"। হকের চাকরি ফেরত চেয়ে পাকড়াও বেশ কয়েকজন আন্দোলনকারী।