দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে 'যোগ্য' চাকরিহারাদের (Jobless Teachers) নবান্ন অভিযান (Nabanna Abhijan) উত্তাপ বাড়িয়েছিল রাজ্যের। দীর্ঘ সময় পর চাকরিহারারা দাবি করেছিলেন তাঁদের নবান্নে প্রবেশ করার অনুমতি মিলেছে। সেই প্রেক্ষিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২০ জনের প্রতিনিধি দল তৈরি হয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে (Shibpur Police Line) মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছে চাকরিহারাদের প্রতিনিধি দল।