দ্য ওয়াল ব্যুরো: ভ্যাপসা গরমে নাজেহাল বঙ্গবাসী। বর্ষার আগমন মানেই অস্বস্তিকর আবহাওয়ার শুরু। বিশেষ করে দক্ষিণবঙ্গে। বাতাসে এই সময় জলীয় বাস্পের পরিমাণ বেশি থাকায় ঘাম হয় প্রচুর। অনেকেই তাই এই সময়ে বার বার স্নান করেন একটু আরামের জন্য বা নিজেকে পরিষ্কার রাখার জন্য। স্নান করলে সারাদিনের ক্লান্তিও দূর হয়ে যায় অনেকটা। স্ট্রেস কমে যায়। কিন্তু এই বার বার স্নান করা কি আদৌ যুক্তিযুক্ত? সকলেই কি ঠিকঠাক নিয়মে স্নান করছি আমরা?