দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী তালিকা (Voter List) সংশোধন নিয়ে একাধিক মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আধার (Aadhaar) কার্ড থাকা মাত্রেই কোনও ব্যক্তি ভোটার (Voter) হয়ে যেতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলল শীর্ষ আদালত। আদালত স্পষ্ট জানায়, আধার মূলত সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্য তৈরি একটি নথি, এটি নাগরিকত্ব (Citizenship) প্রমাণের দলিল নয়। ফলে শুধুমাত্র আধার থাকলেই ভোটাধিকার (Right to Vote) পাওয়া উচিত কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
আধার থাকলেই কি ভোটাধিকার?