দেশজুড়ে চলছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ (SIR)। তারই জেরে ভারতের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে ছড়িয়ে থাকা বাংলাদেশিরা হঠাৎই ফিরে যাচ্ছেন নিজের দেশ, দলে দলে। কেউ দু’বছর ধরে, কেউ দশ বছর, কেউ তারও আগে ভারতে এসেছে। এসআইআর (SIR) শুরু হতেই সীমান্তে বাড়ছে ঘরে ফিরতে চাওয়াদের ভিড়।