দ্য ওয়াল ব্যুরো: মনের আনন্দে ঢাক-ঢোল পিটিয়ে লোক খাইয়ে বিয়ে হয়েছিল যুবকের। বাড়িতে নতুন বউ, স্বপ্নের পাখি ডানা মেলে উড়ছে আকাশে। কিন্তু এক সপ্তাহও টিকল না সেই সুখের দিন। চার দিনের মধ্যেই বিবাহবিচ্ছেদ চেয়ে বসলেন স্ত্রী, স্বামী সঙ্গে থাকবেন না। কিন্তু হলটা কী? ঠিক করে সংসারই শুরু হল না!