দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ সালের ৭ জুন। ঠিক এক বছর আগে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই থেকে এক বছরের মধ্যেই দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের চিত্র ভয়াবহ রূপ নিয়েছে। মুসলিম, খ্রিস্টান, দলিত, আদিবাসী—কেউই রেহাই পাননি। একাধিক বিজেপি শাসিত রাজ্যে শাসক দলের নেতা-মন্ত্রীর বিদ্বেষমূলক ভাষণ এবং আচরণ পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মীরাটে (Meerat) ফের ভয়াবহতার ছায়া। স্ত্রীর হাতে নেভি অফিসারের খুনের ঘটনার রেশ এখনও মিলিয়ে যায়নি, তার আগে আবারও নৃশংসতা দেখল যোগীরাজ্য। ১৭ বছরের এক কিশোরীর মুণ্ডহীন দেহ উদ্ধারের পর তার মা সহ পরিবারের চার সদস্যকে শুক্রবার গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, তাদের মধ্যে রয়েছে এক অপ্রাপ্তবয়স্কও।
এই ঘটনায় রাকেশ দেবী (৪০), মনু (২৬), কমল সিং (৫৬), সমর সিং (৫৪) এবং এক ১৪ বছরের অপ্রাপ্তবয়স্ক রয়েছে এই গ্রেফতারের তালিকায়। গৌরব নামের আরেকজন পলাতক বলে জানিয়েছে পুলিশ।
দ্য ওয়াল ব্যুরো: তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ! উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের এই মর্মান্তিক ঘটনায় পুলিশ জানিয়েছে, মেয়েটি তার দিনমজুর বাবা-মায়ের সঙ্গে মেট্রো স্টেশনের নীচে ঘুমিয়ে ছিল। সে সময়েই এক অপরিচিত ব্যক্তি তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে। শিশুটির মা-বাবা দিনমজুরের কাজ করেন এবং প্রতিদিনের শেষে ওই স্টেশনের নীচেই তাঁরা রাতে আশ্রয় নেন। সেই রাতেই অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে চুপিচুপি তুলে নিয়ে যায় এবং একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশে মর্মান্তিক এক র্ঘটনায় নিজের বাড়ির উঠোনেই মৃত্যু হল দু’বছরের এক শিশুর। বাবার ছোড়া ধারাল দা-এর ঘায়ে প্রাণ গেল তার। একদল বাঁদরের উৎপাতে অতিষ্ট হয়ে তাদের দিকে দা ছুড়ে মারতে গেলে ভুলবশত তা গিয়ে লাগে শিশুটির গায়ে। মঙ্গলবার সকালে মোরাদাবাদে ঘটেছে এই ঘটনা।
দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল তেলবাহী ট্যাঙ্কার। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক। সেই সূত্রে আরও একবার সামনে এল,সমাজের নৃশংস ছবিটা। প্রশ্নের মুখে মানবিকতা। সূত্রের দাবি, চালক যখন সাহায্যের জন্য চিৎকার করছেন তখন তাঁকে রক্তাক্ত অবস্থায় দেখেও এগিয়ে এলেন না কেউই। ঘটনাটি উত্তরপ্রদেশের আমেঠি জেলার (Villagers Loot Refined Oil After Tanker)। ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ভিডিও।
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গল থেকে ছড়িয়ে যাওয়া দুর্গন্ধে স্থানীয় বাসিন্দাদের প্রাণ ওষ্ঠাগত হওয়ার মত অবস্থা। সন্দেহ হওয়ায় জঙ্গলের ভিতরে যেতেই চোখে পড়ে একটি স্যুটকেস (Woman Body Found in Suitcase)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্যুটকেস খুলতেই চমকে ওঠেন সকলে। উদ্ধার হয় এক তরুণীর পচাগলা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের পিলাখুয়াতে।
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের লখনউ শহরে ঘটল চাঞ্চল্যকর এক এনকাউন্টার। ৪ বছরের এক শিশুকে ধর্ষণের পর পালানোর সময় অভিযুক্তের ওপর সটান গুলি চালিয়ে দিলেন পুলিশ অফিসার সাকিনা খান। ২৮ মে লখনউয়ের মাদেয়গঞ্জ এলাকায় এই অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে।
ধর্ষণকাণ্ডের পর অভিযুক্ত কমল কিশোর ওরফে ভদ্দর পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ একটি দল গঠন করে, নেতৃত্বে ছিলেন সাব-ইন্সপেক্টর (SI) সাকিনা খান। অভিযুক্তকে খুঁজে বের করতে দলটি পৌঁছয় মাদেয়গঞ্জের বান্ধা রোড এলাকার একটি বস্তিতে।
দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের পিলিভিতে খবর করার জেরে প্রশাসনিক হয়রানির অভিযোগ তুলে বিষ খেলেন এক সাংবাদিক ও তাঁর স্ত্রী। বিষপানের ঠিক আগে তাঁরা একটি ভিডিও করেন, যেখানে স্পষ্টভাবে জেলা প্রশাসনের এক সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDM) ও এক নগর পঞ্চায়েত চেয়ারম্যানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। বর্তমানে ওই সাংবাদিক ও তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
দ্য ওয়াল ব্যুরো: মনের আনন্দে ঢাক-ঢোল পিটিয়ে লোক খাইয়ে বিয়ে হয়েছিল যুবকের। বাড়িতে নতুন বউ, স্বপ্নের পাখি ডানা মেলে উড়ছে আকাশে। কিন্তু এক সপ্তাহও টিকল না সেই সুখের দিন। চার দিনের মধ্যেই বিবাহবিচ্ছেদ চেয়ে বসলেন স্ত্রী, স্বামী সঙ্গে থাকবেন না। কিন্তু হলটা কী? ঠিক করে সংসারই শুরু হল না!