দ্য ওয়াল ব্যুরো: নারীদের কর্মসংস্থানে (Women Employement) নতুন দিগন্ত খুলল উত্তরপ্রদেশে (Uttar Pradesh)। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার (Yogi Adityanath Govt) রাজ্যের মহিলাদের জন্য জারি করল ঐতিহাসিক নির্দেশিকা। এখন থেকে রাত ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত (Night Shift) নারীরা কাজ করতে পারবেন, যদি তাঁরা নিজে থেকে সম্মতি দেন।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ বলে গণ্য ২৯টি শিল্পক্ষেত্রেও নারীদের এই সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে রাজ্য সরকার (State Govt)।