গার্গী দাস
সবে দুর্গাপুজো কেটেছে, ছুটিতে পাহাড় বেড়াতে যাচ্ছেন লোকজন। কেউ বাবা-মাকে নিয়ে শখ পূরণে ব্যস্ত, কেউ বিয়ের পর পুজোর ছুটিতে কাঞ্চনজঙ্ঘা দেখার উন্মাদনায় মত্ত। ৪ অক্টোবরের রাত, ভয়াবহ বৃষ্টি, এক লহমায় ভেসে গেল দুধিয়ার লোহার ব্রিজ। জলে তোরে হারিয়ে গেল বিজনবাড়ি সেতু। জাতীয় সড়ক ১০ বন্ধ, আর রাস্তার ওপর দিয়ে বইছে তিস্তা।