দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে নবরাত্রির (Navaratri) উপবাস শুরু হয়ে গিয়েছে। উত্তর ও পশ্চিম ভারতে নবরাত্রি মানেই ন’দিনের আত্মসংযম, নিরামিষ খাবার (veg food), উপোস। কিন্তু বাংলায় একই সময়ে শুরু হয় দুর্গাপুজোর উৎসব (DurgaPuja 2025)। আর বাঙালির কাছে দুর্গাপুজো মানেই মা আসছেন - ভক্তির আবহ, উৎসবের আমেজ আর এলাহি খাবারদাবারের আয়োজন। প্যান্ডেল হপিং-এর পাশাপাশি চলে মাংস-মাছ-মিষ্টির ভুরিভোজ (durgapuja feast)।
কেন এই ভিন্নতা? তার উত্তর লুকিয়ে আছে বাঙালির শাক্ত ঐতিহ্যে (Bengali Tradition)।
মায়ের আগমন মানেই আনন্দভোজ