দ্য ওয়াল ব্যুরো, হুগলি: আততায়ীরা রেইকি করেছিল! কখন অফিসে আসেন,কখন বেরিয়ে যান পিন্টু চক্রবর্তী। সেই মতোই আগে থেকে কানাইপুর নৈটি রোডের পাশে অটো স্ট্যান্ডে অপেক্ষা করছিল। বুধবার সন্ধ্যায় গ্যাসের অফিস থেকে বেরোনোর সময় দুই আততায়ী ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে পিন্টুবাবুকে। তাঁর কব্জি থেকে হাত কেটে দেয়। অস্ত্রের কোপে ফালাফালা করে দেয় মাথা।