দ্য ওয়াল ব্যুরো: অবশেষে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) ইডির কোর্টে (ED) আত্মসমর্পণ কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha)। সাত দিনের হেফাজতে নিয়ে রাজ্যের মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে আদালতে আবেদন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার ইডি আদালতে জানায় সাক্ষীদের প্রভাবিত করছেন চন্দ্রনাথ। এরপরই মন্ত্রীর আইনজীবী এক সপ্তাহ সময় দেওয়ার আবেদন চেয়েছেন। এর প্রেক্ষিতে আদালত জানায়, আগামী শুক্রবারের মধ্যে ইডি-র আবেদনের প্রেক্ষিতে জবাব দিতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। মামলার পরবর্তী শুনানি ১৬ সেপ্টেম্বর।