দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালে টি২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ভারত–শ্রীলঙ্কা (India–Sri Lanka)। এক মাসের মহারণ চলবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ২০ দল, মোট ৫৫ ম্যাচ। ফাইনালের ভেন্যু—যদি পাকিস্তান (Pakistan) ওঠে, তবে কলম্বোতে (Colombo)। অন্যথায় পূর্বনির্ধারিত আমদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদী স্টেডিয়াম!