দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় নামার আগেই উন্মাদনা। শনিবার ভোর আড়াইটে ছাব্বিশ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন লিওনেল মেসি (Lionel Messi)। তিনদিনের ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-এর (GOAT India Tour 2025) শুরুতে শহরজুড়ে নজর কাড়ে শুধু মেসি (Lionel Messi in Kolkata) নন, তাঁর যাত্রাবাহনও—অতি বিলাসবহুল প্রাইভেট জেট গালফস্ট্রিম ভি (Gulfstream V)।