দ্য ওয়াল ব্যুরো: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনের (Vivekananda Yuba Bharati Krirangan) বিশৃঙ্খলার পর জল্পনা শুরু হয়েছিল—লিওনেল মেসির (Lionel Messi) ভারত সফরের পরবর্তী পর্ব (Messi GOAT India tour) আদৌ গড়াবে তো? সেই সব জল্পনায় কার্যত জল ঢেলে পরিষ্কার জানিয়ে দেওয়া হল, সফর বাতিল নয়। শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে (Messi in Hyderabad) নির্ধারিত প্রদর্শনী ম্যাচে মাঠে নামবেন আর্জেন্তিনীয় মহাতারকা।