দ্য ওয়াল ব্যুরো: গোটা দেশের সঙ্গে বাংলায় চলছে ভোটার তালিকার (Voter List SIR) নিবিড় সংশোধন। ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম (Enumeration Form) বিলি করা হয়েছে। আগেই নির্বাচন কমিশন (ECI) ঘোষণা করেছিল ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা করতে হবে। এখন কোনও কারণে যদি নির্ধারিত সময়ে সেই ফর্ম জমা দিতে না পারেন তাহলে কী হবে? আসন্ন বিধানসভা নির্বাচনে কি তাহলে ভোট দিতে পারবেন?