জলে কুমির-ডাঙায় বাঘই শুধু নয়, সুন্দরবনের মানুষের আতঙ্ক যাপনের একটা বড় অংশ জুড়ে রয়েছে নানান বিষধর সাপ। এবার বিপদটা আরও বাড়ল। কারণ সেই তালিকায় জুড়ল নির্বিষ গেছো বোড়াও। যার আতঙ্কে ঘুম উবে গিয়েছে মৎস্যজীবীদের।
১৭ দিনে SIR ডিজিটালাইজেশনের কাজ শেষ করে নজির গড়লেন হাঁসখালির বিএলও ওয়াহিদ আক্রাম মণ্ডল। মাত্র ১৭ দিনের মধ্যে তাঁর দায়িত্বে থাকা ৮০৬ জন ভোটারের এসআইআর ফর্ম ফিলআপ করিয়ে তা ডিজিটালাইজেশনের কাজ শেষ করলেন তিনি।
কাজের চাপে হাবড়ায় আরও এক বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠল। তাঁকে হাবড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ সুমন দাস গাইঘাটা বিধানসভার মসলন্দপুর এলাকার বাসিন্দা।
দেবাশিস গুছাইত, হাওড়া: আর কতদিন চলবে ভোগান্তি? রবিবার আসতেই প্রশ্ন ঘুরছে দ্বিতীয় হুগলি সেতু (2nd Hooghly Bridge) ব্যবহারকারীদের মনে। এই সেতু সংস্কারের (Bridge Repair) কাজ চলছে এক বছরেরও বেশি সময় ধরে। ২০২৩ সালের শেষে শুরু হয়েছিল প্রাথমিক কাজ। ২০২৪ সালের শুরু থেকে তা গতি পায়। প্রথমে বলা হয়েছিল ৬ মাসের মধ্যে এই কাজ শেষ হবে। কিন্তু বছর ঘুরলেও শম্বুক গতিতে কাজ চলছে।
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: The Wall এ খবর প্রচারিত হতেই বিধবা শ্বাশুড়ির উপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল জামাই অমৃত বিশ্বাসের বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করল পরিবার।
SIR শুরুর পরেই শাশুড়িকে ‘মা’ বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার জালিয়াতি ফাঁস হয়। তারপর থেকেই উত্তেজনা তীব্র হচ্ছিল চোপড়ার কুমারটোলা গ্রামে। The Wall এ সেই খবর প্রকাশিত হতেই বৃদ্ধার সংসারে বিস্ফোরণ। অভিযোগ, খবর প্রকাশের ঠিক পরেই বিধবা অঞ্জলি বিশ্বাসের উপর চড়াও হন তাঁর মেয়ে ললিতা ও জামাই অমৃত বিশ্বাস।
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: SIR এর কাজ সেরে ফেরার পথে মোটরবাইক ও পিক আপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল বিএলও ললিত অধিকারীর (৫৫)। আচমকা এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
পেশায় শিক্ষক ললিতবাবু শীতলকুচির বাসিন্দা। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও এসআইআর এর কাজ করতে বেরিয়েছিলেন। সন্ধের পর বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। শীতলকুচি-মাথাভাঙ্গা সড়কের ধরলা সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ললিত অধিকারী। তাঁর বাড়ি শীতলকুচি ব্লকের বড় ধাপেরচাত্রা এলাকায়।