দ্য ওয়াল ব্যুরো: নতুন রাজনৈতিক কৌশল ও ঐক্যের বার্তা নিয়ে বৃহস্পতিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বাসভবনে নৈশভোজে একজোট হলেন ইন্ডিয়া জোটের প্রায় ৫০ জন শীর্ষ নেতা। যাঁদের মধ্যে ছিলেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, সিপিআই (এম)-এর এমএ বেবি-সহ অন্যান্য দলের নেতারা।