দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক। তাঁদের মধ্যে কতজন 'যোগ্য' এবং কতজন 'দাগি', তা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। অবশেষে শনিবার 'দাগি'দের নাম প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC Tainted List)। এরপরই চাকরি ফেরতের দাবিতে আবার পথে নামছেন 'যোগ্য' শিক্ষকরা। আজ দুপুরে করুণাময়ী থেকে এসএসসি অভিযান (SSC Abhijan) শুরু করবেন তাঁরা।