দ্য ওয়াল ব্যুরো: ছোটখাটো উচ্চতার একটু নাদুশনুদুশ চেহারার ছেলেটিকে দেখলে মনে হবে পাশের বাড়ির একটি নিরীহ ভাল ছেলে। কারও সাতে পাঁচে নেই। তিনি আদতে একজন ক্রিকেটার। মিডল অর্ডারে ডান হাতে ব্যাট করেন। গলির ক্রিকেট খেলতে খেলতে একদিন পৌঁছে গেলেন আন্তর্জাতিক ক্রিকেটে। সমালোচকরা নাক কুঁচকালেন।