দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে 'যোগ্য' চাকরিহারাদের (Jobless Teachers) নবান্ন অভিযান (Nabanna Abhijan) উত্তাপ বাড়িয়েছিল রাজ্যের। দীর্ঘ সময় পর চাকরিহারারা দাবি করেছিলেন তাঁদের নবান্নে প্রবেশ করার অনুমতি মিলেছে। সেই প্রেক্ষিতে শিক্ষক এবং শিক্ষাকর্মী মিলিয়ে ২০ জনের প্রতিনিধি দল তৈরি হয়েছিল। কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী, নবান্ন নয়, শিবপুর পুলিশ লাইনে (Shibpur Police Line) মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করছে চাকরিহারাদের প্রতিনিধি দল।
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁকে সংবর্ধনা জানাতে দলের তরফে আয়োজিত অনুষ্ঠানে আলাদা করে নজর কেড়েছিল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) অনুপস্থিতি।
এমনকী সাম্প্রতিক অতীতে দলের বিভিন্ন অনুষ্ঠানে ডাক না পাওয়া নিয়ে প্রকাশ্যে নিজের ক্ষোভও প্রকাশ করেছেন ঘোষবাবু। এমন আবহে মঙ্গলবার বিকেল ৪টেয় দিলীপ ঘোষের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দলের নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। স্বভাবতই, দিলীপ-শমীকের এই বৈঠক ঘিরে বাড়তি কৌতূহল রাজনৈতিক মহলে।
দ্য ওয়াল ব্যুরো: অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে (BGBS 2025) ৪ লাখ ৪০ হাজার ৫৯৪ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে আগেই জানিয়েছিল রাজ্য। এবার সেমিকন্ডাক্টর শিল্পেও (Semiconductor Industry) বাংলায় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হল। সম্প্রতি এ ব্যাপারে মার্কিন কনসাল জেনারেলের সঙ্গে (US Consul General) বৈঠক হয়েছে নবান্নের।
সূত্রের খবর, ওই বৈঠকে Global Foundries, নামে একটি আন্তর্জাতিক মানের সেমিকন্ডাক্টর উৎপাদনকারী সংস্থা কলকাতায় তাঁদের একটি সেন্টার তৈরির পরিকল্পনা নিয়েছে। এখানে ফ্যাব-লেস’ (fabrication-less) ডিজাইন, টেস্টিং ও গবেষণা কেন্দ্র গড়ে তুলবে তারা।
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের পর এবার রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রোববার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে রয়েছে তাঁর। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক জমায়েত রয়েছে। সেই সভায় সাংসদ, বিধায়ক এবং রাজ্য বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করার কথা শাহের।
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ভারত-পাকিস্তান। সেই দিনই জানান হয়েছিল, আগামী ১২ তারিখ দুপুর ১২টায় দুই দেশের ডিজিএমও বৈঠক করবেন। কিন্তু অজানা কারণে সেই বৈঠকের সময় পিছিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, সোমবার বিকেল বা সন্ধেবেলা হবে এই বৈঠক। তবে সময় নিশ্চিত করা হয়নি।
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারতের পাল্টা জবাবে উত্তপ্ত হয়ে ওঠে ভারত-পাকি সীমান্ত। চারদিন গুলি গোলা চলার পর শনিবার দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। এই পরিস্থিতিতে ১২ মে অর্থাৎ আজ দু'দেশের সেনা প্রধানদের মধ্যে বৈঠকের কথা রয়েছে। তার ঠিক কয়েক ঘণ্টা আগে দিল্লিতে নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS)জেনারেল অনিল চৌহান এবং তিন বাহিনীর প্রধানরা। জানা গেছে, এদিন বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বৈঠকে কথা হয়েছে।