দ্য ওয়াল ব্যুরো: বকেয়া কেন্দ্রীয় প্রকল্পের টাকা আদায়ের দাবিতে আবারও জোরদার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সোমবার ভার্চুয়াল বৈঠকে ঘোষণা করেন, খুব শীঘ্রই দিল্লিতে অনুষ্ঠিত হবে রাজ্যের দাবি আদায়ের উদ্দেশ্যে বৃহত্তর বিক্ষোভ। পার্লামেন্টের চলতি অধিবেশনের সময়েই এই কর্মসূচি নেওয়া হবে বলে জানান তিনি।