দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের ওপর থেকে উঠে গিয়েছে ভরসা। তাই এবার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় দিল্লির পথে চাকরি হারানো যোগ্য শিক্ষকরা। তিন দিনের ধর্না কর্মসূচি নিয়ে রওনা দিলেন রাজধানীর উদ্দেশ্যে। কলকাতার বিকাশ ভবনে দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভ চলছে। এসএসসি-র যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে প্রকাশ করার দাবিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছিলেন শিক্ষকরা। কিন্তু কোনও আশ্বাসে ফল মেলেনি। তাই এবার সরাসরি প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টায় দিল্লি অভিযানে নেমেছেন তাঁরা।