দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ১৫ দিনের বিরতির পর ফের সক্রিয় হতে চলেছে মৌসুমি বায়ু। আগামী ১৪ জুন থেকে পূর্ব ও মধ্য ভারত ও তার সংলগ্ন এলাকায় মৌসুমি অক্ষরেখা সক্রিয় হতে পারে বলে জানাচ্ছে মৌসম ভবন। তবে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে আরও কিছুটা সময় লাগবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৬ জুনের আগে বর্ষা আসার পরিবেশ তৈরি হবে না।