দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের শেষ প্রহরে একটা জাঁদরেল নাম পেয়েছিলেন শ্রেয়স আইয়ার—‘সরপঞ্চ’! বলাই বাহুল্য, সমর্থকদের আদর আর অনুরাগের স্বীকৃতি। পাঞ্জাব কিংস, যারা ১৬ বছর ধরে প্লে-অফের স্বাদ পায়নি, তাদের ফাইনালে তুলেছিলেন। নেতৃত্ব দিয়েছিলেন সামনে দাঁড়িয়ে। একসূত্রে বেঁধেছিলেন গোটা টিমকে। যে কারণে দলের ‘মুখিয়া’র আবেগাপ্লুত সম্ভাষণ!