দ্য ওয়াল ব্যুরো: শেষ হল আরও একটি সিরিজ। আর জারি রইল অভিমন্যু ঈশ্বরনের শবরীর প্রতীক্ষা!
জাতীয় দলের স্কোয়াডে ডাক পাওয়ার পর মোট ৯৬১ দিন কেটেছে। কিন্তু একটি ম্যাচেও টিম ইন্ডিয়ার ব্যাগি ব্লু টুপি মাথায় দেওয়ার সু্যোগ পাননি অভিমন্যু। তাঁকে টপকে কারা কারা সুযোগ পেয়েছেন সেই তালিকা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। কিন্তু ঘরোয়া ক্রিকেট হোক চায় প্রস্তুতি ম্যাচ—সবেতেই রান কুড়নো সত্ত্বেও জাতীয় দলের বন্ধ দরজার তালা কিছুতেই খুলতে পারছেন না প্রতিভাবান ব্যাটার। এটা নেহাতই দুর্ভাগ্য? নাকি তিনি পরিকল্পিত বঞ্চনার শিকার? ইংল্যান্ড সিরিজের অন্ত্যপর্বে প্রশ্নটা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে।